সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নীলফামারীতে হানাদার মুক্ত দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:১৫ PM
৫২ তম নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ  আনন্দ সোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায়  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারী জেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান প্রামানিক মঞ্জুর সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা চেয়ারম্যান শহিদ মাহমুদ । এর আগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।

মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ বাঙালির আত্মত্যাগের বিনিময়ে১৯৭১ সালের ১৩:ডিসেম্বর আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মহকুমা শহর চৌরঙ্গী মোড়ে একটি বাঁশের খুঁটিতে উত্তোলন করেছিলেন মানচিত্রখচিত লাল-সবুজের পতাকা।

সে সময় জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রাস্তায় উল্লাসে নেমে আসে  শত শত মানুষ হয় নীলফামারী পাকিস্তানি হানাদারমুক্ত। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা শাখা ও জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদএর আয়োজনে  দিবসটি পালিত হয় ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত