শ্রীমঙ্গলে নবাগত ইউএনও মো. আবু তালেব শ্রীমঙ্গল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও অন্যান্য শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।
আজ বুধবার বিকেল ৪ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ডি এল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী মো. কামাল হোসেন, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব প্রমুখ।