ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় হলের সামনে মাঠে ও টিভি রুমে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হলের অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা হয়।
এর আগে হলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে পিলো পাসিং অনুষ্ঠিত হয়৷ এসময় হলের শতাধিক আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, "বিজয় দিবস উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনা হলের পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বালিশ খেলা, হাড়িভাঙ্গা খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং শিক্ষার্থীরা উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও শারীরিক কসরতের জন্য এই ধরনের ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন আমরা অব্যাহত রাখবো। "