ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, স্বাস্থ্যবিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারপর সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, থানা অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মানিক ভূঞা প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবািকরা উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিছবা উদ্দিন আহমেদ।