বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ২:০৮ PM
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার,  সারা দেশের মত নীলফামারীর সৈয়দপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বরে) সৈয়দপুরে স্মৃতি অম্লান চত্বর স্মৃতি সৌধ ও বঙ্গবন্ধুসহ সকল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সঞ্চালনায়, নীলফামারী ৩২৩ আসনের মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য রাবেয়া আলিম এমপির সভাপতিত্বে  আলোচনা করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর মেয়র রাফিকা আক্তার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর) কল্লোল কুমার দত্ত, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা আলম, উপজেলা প্রকোশলী এমএম আলী রেজা রাজু,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, পঃ পঃ ডাঃ মোঃ আলেমুল বাশার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীসহ অন্য অন্য  মুক্তিযোদ্ধারা, উপজেলার কর্মরত অফিসার্সবৃন্দ ও শহীদ পরিবারের সন্তানরাসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত