ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি পালনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের কাউতলীতে সৌধ হিরন্ময় চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান, স্থানীয় সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিনটি পালনে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করছে।