মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৮:২৭ PM
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বীর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলণ, আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহীদ মিনার প্রাঙ্গন এসব কর্মসুচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার  মো. আবু তালেব।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ  তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক (অপারেশান) তাপস চন্দ্র রায়,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, অধ্যাপক অবিনাশ আচার্য, শিক্ষক অয়ন চৌধুরী, জহর তরপদার, দেবাশীষ চৌধুরী রাজা প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত