মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নাশকতাকারীদের ধরতে সমন্বিত টাস্কফোর্সের অভিযান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৭ PM
ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজে) এলাকায় ট্রেন লাইনে নাশকতার ঘটনায় অপরাধীদের ধরতে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করছি। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে এসে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের (গাজীপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেন। ঘটনার তদন্তে

একইদিন সকাল ১০ টায় রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যর তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান ও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজাসহ কমিটির দুই সদস্য দুর্ঘটনাকবলিত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বিজিবি ব্যাটালিয়নের (গাজীপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের মাধ্যমে রেললাইনটি কাটা হয়েছে। আমরা মনে করছি এখানকার স্থানীয় কেউ এই নাশকতা ঘটিয়েছে। নাশকতা করার জন্য এখানে বাইরে থেকে কিংবা কেউ অন্য কোনো জেলা থেকে এসে করবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকার আশপাশের গ্রামের মধ্যে যে লোকজন আছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা এবং কথা বলা। আমরা চিহ্নিত (আইডেন্টিফাই) করার চেষ্টা করছি এই গ্যাস সিলিন্ডার আসল কোন জায়গা থেকে।

তিনি আরও বলেন, আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য আসছে। এই নাশকতামূলক কর্মকান্ড যারা চালিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা র‌্যাব, পুলিশ, বিজিবি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে চেষ্টা করব এই ধরনের নাশকতামূলক কর্মকান্ড ভবিষ্যতে যেন এ ধরনের নাশকতামূলক কর্মকান্ড না ঘটতে পারে সে ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি।

রেলপথ মন্ত্রণালয়ের তিন সদস্যের তদন্ত কমিটি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা রেলের কর্মী, এলাকাবাসী ও আশপাশের রেলস্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটির প্রধান শাহ ইমাম আলী রেজা বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করছি। প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টস) দেখব। ট্রেন সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁদের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কথা বলার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিব।

পুলিশের ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইন কাটতে অক্সি-অ্যাসিটিলিনের ব্যবহার করেছে। ঘটনাস্থল থেকে অক্সি-অ্যাসিটিলিন ও এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজে) এলাকায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রায় আধা কিলোমিটার অংশে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই অংশে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত লাইনে রেলওয়ের অর্ধশতাধিক কর্মী কাজ করেছেন। রেল লাইনের দুই পাশে এখনো মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিগুলো পড়ে আছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেলপথে সব ট্রেন সময়সূচি অনুযায়ী চলাচল করেছে।

বিকেল সাড়ে ৩ টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন ট্রেন দুর্ঘটনাস্থল পরিধর্শনে আসেন ।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার রৌহা গ্রামের মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন (৩৫) নিহত ও ১০ জন আহত হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রেল লাইন কেটে রাখে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত