সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দেশীয় ওয়ান শুটার গান, কার্তুজসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ২:১২ PM
কেএমপি’র খুলনা থানা পুলিশ কর্তৃক একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান, কার্তুজ ও অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ অমিত হাসান ওরফে অভি (২৫) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

অমিত হাসান ওরফে অভি খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

কেএমপি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তার কাছে থাকা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্য হতে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২৫০ পিস অ্যামফিটামিন যুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২৫ গ্রাম, মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তার হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের বিরূদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A) ধারায় এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক পৃথক দুইটি মামলার রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত