টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রবীণ সাংবাদিক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি,উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ পত্রিকার সম্পাদক স ম জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন।
১৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২.৫০ টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা সোহেল রানা জানান, গত দুই সপ্তাহ আগে হঠাৎ করে তিনি অসুস্থ হলে প্রথমে তাঁকে ঢাকার আনোয়ার খান মর্ডণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ওই হাসপাতালেই তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু গত তিনদিন আগে ওখান থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে তাঁকে আইসিইউতে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স ম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোকাসন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধুপুর প্রেসক্লাব, ধনবাড়ি প্রেসক্লাব, মধুপুর ও ধনবাড়ির বিভিন্ন সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে প্রথম জানাযা ও দুপুর দুইটায় বলিভদ্র তালুকদার বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।