সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
আখাউড়ায় নববন্ধন খেলাঘরের পতাকা উপহার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৫:০৬ PM
৫২তম বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫২টি পতাকা উপহার হিসেবে দিয়েছে নববন্ধন খেলাঘর আসর। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করা এ সংগঠনটি একই সঙ্গে জাতীয় দিবসে লাল সবুজের পতাকা উড়ানো বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়। উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসা পেয়েছে।

শুক্রবার(১৫ ডিসেম্বর) সকালে পতাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মালদার। নববন্ধন খেলাঘর আসরের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ নেতা আবু কাউছার ভুঁইয়া, মো. মনির হোসেন, নববন্ধন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জুটন বনিক, মুক্তিযোদ্ধা সন্তান যুবরাজ শাহ রাসেল, ব্যবসায়ি মো. ইয়াছিন চৌধুরী, সাংবাদিক মো. মাসুকুর রহমান, মো. ইসমাইল হোসেন, খেলাঘরের পলাশ সাহা, আখতারুজ্জামান সুমন প্রমুখ।

আয়োজকরা জানান, মূলত জাতীয় দিবসে সঠিকভাবে পতাকা উঠানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বিজয় দিবসে কোথাও পতাকা উত্তোলনে অসংগতি দেখা দিলে সেখানেও কাজ করবে খেলাঘরের সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ বলেন, উপহার হিসেবে পতাকা পাওয়া লোকজনের অভিব্যক্তি দেখে অনেক ভালো লেগেছে। আমিও এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে। সব সময় খেলাঘরের পাশে আছি। বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। সত্যিই এটি একটি অন্যরকম উদ্যোগ। যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল বলেন,  আমি মনে করি এ ধরণের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেওয়া দরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত