সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৫:১২ PM আপডেট: ১৫.১২.২০২৩ ৬:১০ PM
নড়াইল-২ আসনের সংসদ সদস্য জননন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজাকে ভালোবেসে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক  মো: ঈমান গাজী। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং কোটাকোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার (সদস্য)। 

গত বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কোটাকোল লঞ্চঘাটে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় বিএনপি নেতা মোঃ ঈমান গাজী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম আসলাম উদ্দিন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা ও  উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।  

যোগদান শেষে মো: ঈমান গাজী গণমাধ্যমকর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে  বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মুর্তজার সামগ্রিক কাজকর্মে খুশি হয়ে এবং তাকে ভালোবেসে তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলাম।  

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা। মাশরাফীসহ ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত