মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নিসর্গপত্রের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৬:২৮ PM
মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ সংগঠন  "হরিরামপুর শ্যামল নিসর্গ" এর আয়োজনে "নিসর্গপত্র" নামের পরিবেশ বিষয়ক সাহিত্য ও গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশনা উৎসবে পরিবেশ বিষয়ক সাহিত্য ও গবেষণা পত্রিকা নিসর্গপত্র এবং কথাসাহিত্যিক মনজুর শামসের উপন্যাস "তারপর হবো ইতিহাস" প্রকাশিত হয়। 

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা তৈবুল আজহার উজ্জল এর সঞ্চালনায় অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান জাহাঙ্গীর, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শংকর ভৌমিক, অব: শিক্ষক হরিপদ সূত্রধর, কথাসাহিত্যিক মনজুর শামস, শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ, শ্যামল নিসর্গ সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রণব পাল, শিক্ষক মাহবুব সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত