চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদ সামনে থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৫ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে এসআই শরীফ উদ্দিন নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ চেওকপোস্ট করা কালীন সময়ে ১ ব্যক্তিকে তল্লাশিকালে তার প্যান্টের কোমরে পিছনে লুকানো অবস্থায় ১ টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হায়দার আলী (২৬) এর বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র,ডাকাতি, মাদক, ছিনতাই সহ অন্তত ৮ টি মামলা আদালতে বিচারাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, অবৈধ অস্ত্রটি ব্যবহার করে সে মহাসড়কে ডাকাতি সহ কক্সবাজার- চট্টগ্রাম রোডে মাদক পাচারের সময় ব্যবহার করে থাকে।
গ্রেফতারকৃত শিকলবাহা ২নং ওয়ার্ডের মৃত মো: শফির প্রকাশ কসাই শফির ছেলে মো: হায়দার আলী (২৬) বর্তমানে ডলির মায়ের কলোনী, ৮ নং রেল বিট জান আলী রেল স্টেশন, মোহরা থানা- চান্দগাঁও জেলা চট্টগ্রামে বসবাস করেন৷