রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ডোমারে রেললাইনের ক্লিপ খুলে ফেলার স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৮:০৪ PM
নীলফামারীর ডোমারে দুর্বৃত্তের হাতে রেললাইনের পেন্ডেল ক্লিপ খুলে ফেলার স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম (সেবা)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার শীর্য দুই কর্মকর্তা। এসময় সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী সাথে ছিলেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, উল্লেখিত ঘটনায় কোন মামলা হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, বুধবার রাত অনুমান ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া এলাকার ৩৭৩নং ব্রীজের কাছে রেললাইনের পেন্ডেল ক্লিপ খুলে রাখে। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত