নীলফামারীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। (১৬ই ডিসেম্বর শনিবার) সকালে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
জেলা পুলিশ সুপার মো:গোলাম সবুর পিপি এম,শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিচার বিভাগ, আওয়ামীলীগ, নীলফামারী পৌরসভা, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বীর শহিদদের শ্রদ্ধার্থে পুষ্পমাল্য অর্পন করে।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।