রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ ও আ.লীগের আয়োজনে ইউপির তেকাটিগ্রামে মুল্লুক মন্ডল ও কুরশী বালিয়াচড় মোতালেবের বাড়িতে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নবাবপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালায় ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহেসানুল হাকিম সাধন। অন্যান্যের মাঝে আরো বক্তৃতা করেন,ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি ছমির উদ্দিন মাস্টার, হাসেনুর রহমান কবির, ভাড়প্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, ইউপি চেয়ারম্যান মো. বাদশা আলমগীর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আসমা বেগম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান অপু প্রমুখ।
বক্তারা বলেন, সামনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি দেশে-বিদেশে স্বরযন্ত্র করছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা মানুষকে কিছুই দিতে পারেনি। কিন্তু আ.লীগ যখোনই সরকার গঠন করছে দেশ ও মানুষের জন্য কাজ করেছে। জননেত্রী শেখ হাসিনা তার উন্নয়ন কে জিল্লুল হাকিম এমপি মাধ্যমে রাজবাড়ী ২ আসনে (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) বাসীর কাছে পৌছে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা আবারও বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম কে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। তাই আপনার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে জিল্লুল হাকিম কে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।