মানিকগঞ্জের তিনটি আসনে মোট ২০ জন বৈধ প্রার্থীর মধ্যে ৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আজ ১৭ই ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
এদের মধ্যে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম, জাকের পার্টির দীন মোহাম্মদ, জাসদের আফজাল হোসেন খান জকি, জাতীয় পার্টির হাসান সাইদ, মানিকগঞ্জ-২ (সিংগােইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন) আসনে জাসদের রফিকুল ইসলাম এবং মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে জাকের পার্টির দীন মোহাম্মদ ও জাসদের সারোয়ার আলম চৌধুরী।
মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার রেহেনা আকতার সাতজনের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।