মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কালিহাতীর মানুষ নৌকার পক্ষে জেগে উঠেছে: মোজহারুল ইসলাম তালুকদার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১:১৬ AM
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার দিনব্যাপী ধারাবাহিক গণসংযোগ করছেন। 

রবিবার সকালে তিনি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ নির্বাচনী সভায় যোগ দেন। দুপুরে গোহালিয়াবাড়ীতে ও সন্ধ্যায় বল্লার রামপুরে সভা করেন। এসব গণসংযোগে নৌকার পক্ষে মানুষের সাড়া জেগেছে। 

নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের টানা ৩২ বছর ধরে সভাপতির দায়িত্বপালন করছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়ে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্ব থেকে বিন্দুমাত্র বিচ্যুত হইনি। 

মোজহারুল ইসলাম তালুকদার আরো বলেন, নৌকা মানে বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার নৌকা। নৌকা মানে উন্নয়নের প্রতিক মুক্তিযুদ্ধের প্রতিক। নৌকার বিকল্প কিছু নেই। তাই জনগণ নৌকাকেই ভোট দিয়ে বিজয়ী করবে। এখানে নৌকার পক্ষে সাধারণ মানুষের সাড়া জেগেছে। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও প্রয়াত মন্ত্রী শাজাহান সিরাজের মেয়ে ব্যরিস্টার সারওয়ার সিরাজ শুক্লাসহ মোট ৮ জন। 

কালিহাতীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত