নড়াইলে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর থানার চাচরা গাবতলা যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার বাঘারপাড়া থানার ভাঙ্গুরা পূর্বপাড়া গ্রামের মোঃ খোকন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার চাচরা গাবতলা যাত্রী ছাউনির সামনে থেকে আল আমিন শেখকে গ্রেফতার করে। এসময় আল আমিনের নিকট থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#