সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে দিন মজুর, পিতা-পুত্রের ঘর ভস্মিভূত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১:৪৮ PM
দিনাজপুরের ঘোড়াঘাটে  অগ্নিকাণ্ডে দিন মজুর পিতা-পুত্রের ১টি রান্না ঘরসহ৩টি ঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হছে। 

রবিবার (১৭ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার উত্তরদেবীপুর গ্রামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গৃহকর্তা মো, আহাদ আলীর ১টি শয়ন ঘর, পুত্র  মনসুর আলীর ১টি শয়ন ও ১টি রান্না ঘরসহ ৩ টি ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গৃহকর্তা আহাদ আলী জানান, রাত সাড়ে ১০ টার দিকে ঘুম থেকে জেগে ওঠে দেখেন তার নিজ ঘর ও পুত্রের ১টি ঘরে এবং১টি রান্না ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

৩ টি ঘরের যাবতীয় মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারের গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি।

ঘোড়াঘাট ফায়ার সাভির্স স্টেশনঅফিসার নিরঞ্জন সরকার  জানান, রাত ১০টায় ্অগ্নিকান্ড শুরু হয়। আমাদের দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে  বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে তেমন কোন  ক্ষয়ক্ষতি হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত