দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুটি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক রবাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রতীক বরাদ্দ করেন।
নড়াইল-১ (সদরের একাংশ এবং কালিয়া উপজেলা) আসন থেকে ছয়জন এবং নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসন থেকে ছয়জন প্রার্থী প্রতীক নিয়েছেন।
নড়াইল-১ আসনে টানা তিন বারের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি নৌকা প্রতীক ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ঈগল প্রতীক, জাতীয় পার্টির মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম হাতুড়ী প্রতীক, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী সোনালি আঁশ প্রতীক ও জাতীয় পার্টি (জেপি)’র শামীম আরা পারভীন বাইসাইকেল প্রতীক পেয়েছেন।
নড়াইল-২ আসেন মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীক পেয়েছেন। এই আসেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান হাতুড়ী প্রতীক, জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো.মাহাবুবুর রহমান মিনার প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো.মনিরুল ইসলাম আম প্রতীক, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান মাছ প্রতীক পেয়েছেন।