রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে শেরে বাংলার নাতি
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৭ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আজ  সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম তাকে ঈগল প্রতীক বরাদ্দ করেন।

মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় বিএনপি নির্বাচনের মাঠে না থাকায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে আছেন শেরে বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজু। অন্যদিকে আওয়ামী লীগের জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বহিরাগত হওয়ায় স্থানীয় সাধারণ মানুষসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কাজেই এবারের ভোটে এ আসনের জনগণ স্বতন্ত্র প্রার্থীকে বেছে নেবে এমন মন্তব্য করেন স্থানীয় সাধারণ মানুষ।

জানা যায়, উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি ও বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শেরে বাংলার পুণ্যভূমি বানারীপাড়ার চাখারে। উপমহাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির বাতিঘর শেরে বাংলার পুণ্যভূমিতে তাঁর নাতি এ কে ফাইয়াজুল হক রাজু নির্বাচন করায় স্থানীয় জনগণ অনেকটা আপ্লুত ও উজ্জীবিত।

এখানকার প্রবীণরা আরো জানান, এ সংসদীয় আসনে শেরে বাংলা একটি আবেগের নাম। সামনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জিততে হলে শেরে বাংলার এ আবেগ কাজে লাগাতে হবে। কোনোক্রমেই এখানকার মানুষ এ আবেগ বিসর্জন দিবেন না। কেউ  এ আবেগের বিপরীতে চললে তাও বরদাস্ত করবে না স্থানীয় জনসাধারণ।

শেরে বাংলার উত্তরসূরি এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, এ অঞ্চলের মানুষ শেরে বাংলাকে অনেক ভালোবাসেন। তাদের আবেগের নাম শেরে বাংলা। জনগণের এ আবেগের প্রতি সম্মান  ও ভালোবাসা প্রকাশের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার পিতা এ কে ফায়জুল হক এ আসনে সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছিলেন। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এ আসনের মানুষের জন্য নির্মোহভাবে কাজ করে গেছেন। নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে আমি এ আসনের সাধারণ মানুষের জন্য নির্মোহ ও নিরলসভাবে কাজ করতে চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত