সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:২১ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে দলীয় ও স্বতন্ত্র প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। এ সময় পুলিশ সুপার (এসপি) মো. ফ‌য়েজ আহ‌মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলীয় মনোনয়ন পেয়ে (নৌকা) প্রতীক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ দলীয় মনোনয়নে (লাঙ্গল), তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়ে আব্দুল ওয়াহাব হামিদী (সোনালী আঁশ) ও আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. আনোয়ার হোসেন (ঈগল) প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে ভোটের প্রচার-প্রচারণা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত