মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:১৯ PM আপডেট: ১৮.১২.২০২৩ ৯:২৭ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে ২টি সংসদীয় (২০৯) আসনের মোট ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

১৮ ডিসেম্বর (সোমবার) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী সাহা (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহান হোসেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ সহ প্রার্থী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন । প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান। সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন ট্রাক প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন লাঙ্গল প্রতীক , তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ডি এম মজিবর রহমান পেয়েছেন সোনালি আঁশ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার পেয়েছেন ঈগল প্রতীক ।

রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক পেয়েছেন ঈগল প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান পেয়েছেন লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক পেয়েছেন সোনালি আঁশ প্রতীক , জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এর মো. আব্দুল মতিন মিয়া পেয়েছেন মশাল প্রতীক এবং মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল পেয়েছেন ছড়ি প্রতীক।

রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুল হাকিমের পক্ষে নৌকা প্রতীক নেন তার প্রস্তাবকারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোর্শেদ আরুজ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত