মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনের ৫৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:২৮ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলে ৮টি আসনে উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগ, জাতীয়পাটি স্বতন্ত্রসহ মোট ৫৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতীক পাওয়ার পর আওমালী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জামিলুর রহমান মিরণ। প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণা শুরু করেছেন। জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। 

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
এ আসনে আওয়ামী লীগের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক (নৌকা), জাতীয় পার্টি মোহাম্মদ আলী (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ফারুক আহামেদ (গামছা) এবং স¦তন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাক)।  

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)
এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার (ঈগল), এনপিপি’র প্রার্থী সাইফুল ইসলাম (আম), জাতীয় পার্টি হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রেজাউল করিম (ডাব), গনফ্রন্টের প্রার্থী গোলাম ছরোয়ার (মাছ)।  

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) 
এ আসনে আওয়ামী লীগের ডা. কামরুল হাসান খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা (ঈগল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সাম্যবাদী দল সাখাওয়াত হোসেন খান সৈকত (চাকা), এনপিপি’র প্রার্থী হাসান আল মামুন সোহাগ (আম), জাতীয় পার্টির প্রার্থী কামরুল হাসান (লাঙ্গল)। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী)
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ (্ঈগল), জাকের পার্টির প্রার্থী মোন্তাজ আলী (গোলাপ ফুল), তৃণমূল বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শুকুর মামুদ (একতারা) জাতীয় পার্টি (জেপি’র) প্রার্থী সাদেক সিদ্দিকী (বাই-সাইকেল)। 

টাঙ্গাইল-৫ (সদর)
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশীদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব (কেটলি), জাতীয় পার্টির প্রার্থী মোজাম্মেল হক (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী তৌহিদুর রহমান চাকলাদার (নোঙ্গর), বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী জামিলুর রহমান মিরন (ট্রাক), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হাসরত খান ভাসানী (একতারা), তৃণমূল বিএনপি’র প্রার্থী শরিফুজ্জামান খান (সোনালী আঁশ)। 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ (নোঙ্গর), তারেক শামস খান (ঈগল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আব্দুল করিম (একতারা)। 

টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
আওয়ামী লীগের প্রার্থী আহমেদ শুভ (নৌকা), বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী (হাতুড়ী), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রূপা রায় চৌধুরী (ডাব), স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), জাসদের প্রার্থী মঞ্জুর রহমান মজনু (মশাল), জাকের পার্টির প্রার্থী মোস্তার হোসেন (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আরমান হোসেন তালকুদার (গামছা)। 

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)
এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম (লাঙ্গল),  তৃণমূল বিএনপির পারুল (সোনালী আঁশ), বাংলাদেশ বিকল্পধারার প্রার্থী আবুল হাসেম (কুলা), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (গামছা) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোস্তফা কামাল (ডাব)। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত