মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলের মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ AM
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়  শ্রীমঙ্গল উপজেলার  আশিদ্রোন ইউপির অন্তর্গত আশিদ্রোন আইয়ূব আলী মার্কেটে  মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।

সভায় সভাপতিত্ব করেন আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ বেলায়েত হোসেন, আশিদ্রোন ইউনিয়ন বিট অফিসার এসআই তীথংকর দাস, এএসআই মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ এবং জুয়া প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয় এবং যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত