রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সাংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ প্রতিপালনার্থে উপজেলার বালিয়াকান্দি, বহরপুর ও সোনাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজন মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো হাসিবুল হাসান। এসময় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এবিষয়ে মো হাসিবুল হাসান বলেন, আসন্ন সংসদ নির্বাচনে কোন প্রার্থী আচরন বিধিমালা ভঙ্গ না করে সে লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের অব্যাহত থাকবে।