মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মোরেলগঞ্জে পথসভায় বদিউজ্জামান সোহাগ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৮ PM
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এক নির্বাচনী পথসভায় বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি করে সেই জামায়াত-বিএনপিকে জনগন প্রত্যাখান করেছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সে কারনেই জনগন বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয় করবেন। 

মঙ্গলবার বেলা ১১টায় বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
 
ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান আলী খানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছবুর, আওয়ামী লীগ নেতা মাষ্টার খ ম লুৎফর রহমান, কবির হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মেজবাহ আহম্মেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান। 

প্রধান অতিথি বদিউজ্জামান সোহাগ আরও বলেন, দুখী মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্যই জননেত্রী শেখ হাসিনা সরকারকে ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবেন সাধারণ মানুষ। একই দিনে বিকেলে হোগলাবুনিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত