আওয়ামী লীগের আমলে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমি যদি নির্বাচিত হই তাহলে বাকী উন্নয়ন শেষ করবো- বলে মন্তব্য করেছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম।
এসময় তিনি আরো বলেন, আমি রূপগঞ্জবাসীকে যে উন্নয়নের ওয়াদা করেছিলাম আমি সে ওয়াদা পালন করতে পেরেছি বলে আমার মনে হয়। এক সময় মানুষ ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে চলাচলের সময় ভুলতা এলাকায় দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়তো। সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে ঢাকা-সিলেট ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। শীতলক্ষ্যায় নদীতে ফেরী পারাপারে ঘন্টার ঘন্টার অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হতো। এ কারণে নদীর উপর দিয়ে সেতু নির্মাণ করে দিয়েছি। এছাড়া সাধারণ মানুষের ১ যুগের ভোগান্তি দূর করতে ১৫০ কোটি টাকা ব্যায়ে রূপসী-কাঞ্চন সড়ক নির্মাণ করেছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা আমাদের সাথে সবসময় ছিলেন। আমরা রূপগঞ্জ থেকে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন দেশবাসীর কাছে। রাস্তাঘাটের জন্য সরকারিভাবে যেসকল টেন্ডার হয় সেসব টেন্ডার থেকে কখনো কোন কমিশন নেইনি। রাস্তার কাজের টেন্ডারের টাকা রাস্তার কাজে ব্যয় করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, তোফায়েল আহমেদ আলমাছ, জেলা পরিষদের সদস্য আনছার আলী, শীলা রানী পাল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আলম হোসেন, মাসুদ করিম, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাত্তার আলী সোহেল, সুশীল সরকার, জি এম সহিদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।