দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার একদিন পর মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছে গাজীপুর -২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কর্মী সমর্থকরা।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নতুন বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল নুরুল ইসলাম নুরু, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি সফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব সহ নেতাকর্মী বৃন্দ ।