ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে আছাদুল ইসলাম(৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ধানীখোলা বাজারের পাশে একটি পুকুর থেকে আছাদুল ইসলাম(৪৫) নামে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত আছাদুলের শ্যালক জনি মিয়া জানান, আছাদুল ইসলাম ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ করেন। তিনি গত সোমবার ধানীখোলা এলাকায় ইটের ভাটায় মাটিকাটার কাজে এসে আর বাড়ি ফিরেননি। অনেকরাত অপেক্ষার পরও তিনি বাড়িতে না ফেরায় আমরা মঙ্গলবার সকালে খোঁজাখোজি শুরু করি। নিহতের চাচাতো ভাই রুমান মিয়া তিনি ফোনদিয়ে বলেন, ধানীখোলায় তার লাশ পানিতে ভাসছে। পরিবারের দাবী, এটি কোন দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকান্ড।
নিহতের চাচাতো ভাই রুমান মিয়া বলেন, আছাদুল একসময় আমার এখানে ইটখলার মাটির কাজ করতো। গত কয়েকমাস ধরে ধানীখোলার ইউসুফ মুন্সির এখানে মাটির কাজ করেন। আমাকে ইউসুফ মুন্সি ফোন দিয়ে বলেন আছাদুলের লাশ বিদ্যুতের তারের সাথে ঝুলে পানিতে ভাসছে। আমি নিহতের পরিবারকে এ খবর জানাই।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আমীন বলেন, খবর পেয়ে উপজেলার ধানীখোলা এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের পাশে বিদ্যুতর তার ছিল। প্রাথমিকভাবে ধারনা করছি বিদ্যুৎ পৃষ্ঠেয় তার মৃত্যু হয়েছে।। হত্যা না আত্মহত্যা এটি ময়নাতদন্ত শেষে বলা যাবে।
নিহত আছাদুল ইসলাম উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মইজ উদ্দিনের ছেলে।