চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়ায় শয়নকক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্বার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ছেলের চিৎকারে এগিয়ে গেলে ঘর থেকে বিছানার উপর ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারী জেলা শহরের পাঠানপাড়া মহল্লার মো.বিষুর মেয়ে ও রাজমিস্ত্রী আব্দুল্লাহর স্ত্রী শম্পা খাতুন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মাদকসেবী স্বামী আব্দুল্লাহ।
জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে মাদক মামলার আসামী আব্দুল্লাহ। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় সদর মডেল থানার ওসি মিন্টু রহমান।