মহান বিজয় দিবস উপলক্ষে হাতির পিঠে চড়ে বিশাল বিজয় শোভাযাত্রা করেছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়। এটি শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন।
শোভাযাত্রার সময় সাঈদ খোকনও নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় ঢাকা-৬ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সাঈদ খোকন।
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা-৬ আসনে মনোনয়ন দিয়েছেন। ঢাকাবাসী আমার সঙ্গে আছেন। আশা করি, এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।’