সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৪ PM আপডেট: ১৯.১২.২০২৩ ৮:৫৭ PM
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

ড. আবদুল মোমেন বলেন, ‘সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। এজন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে।’ নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিয়ে বিশ্বকে প্রমাণ করে দেবো, আমরা পারি। এবারের নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমাদের প্রতিপক্ষ দল নির্বাচন বানচাল করার জন্য হরতাল, অবরোধ, মানুষ পোড়ানোর মতো ন্যক্কারজনক কাজ করে যাচ্ছে। নির্বাচনে দলে দলে এসে ভোট দিয়ে প্রমাণ করুন তাদের সঙ্গে দেশবাসী নেই।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত