দেড় মাসে সন্ধান মিলেনি সাটুরিয়া নিখোঁজ গৃহবধূ মুন্নি আক্তারের। সে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দরগ্রাম উত্তর এলাকার মো. নিজাম উদ্দিনের মেয়ে ও একই এলাকার রিমনের স্ত্রী। দুই সন্তানের জননী মুন্নি (৩৫) মানসিক রোগাক্রান্ত।
যদি কোন ব্যক্তি তার সন্ধান পায় তাহলে ০১৭১৮২৬২৯১৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পিতা।
নিজামুদ্দিন জানান, গত ১৫ নভেম্বর বিকেল চারটার দিকে সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় তার পরনে ছিল আকাশী রংয়ের সালোয়ার কামিজ। তার উচ্চতা পাঁচ ফুট। গায়ের রং ফর্সা। চোখ সাদা কালো। এ বিষয়ে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর (১২৪৮/২৩)।