সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের আশ্বাস
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:২৪ PM
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়া শিশু আবু রাইহানের পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।

এছাড়াও প্রাথমিক ভাবে অর্থ সহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যক্তি, সহায়তা দিয়েছেন এক সাংবাদিকও।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ আশ্বাস দেন। তিনি জানান, 'ভুক্তভোগী পরিবারের  দুইটি শিশু বাচ্চাকে সরকারি শিশু পরিবারে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং নিহতের স্ত্রী তাসলিমা খাতুনকে স্থানীয় একটি স্পিনিং মিলে উনার উপযোগী একটা চাকুরির ব্যবস্থা করা হবে।'

প্রবাসী ও সাংবাদিকদের দেওয়া অর্থসহায়তার ১২ হাজার টাকা রাইহান ও তার দৃষ্টি প্রতিবন্ধী মা'র হাতে তুলে দেওয়ার পর বুধবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

এর আগে ত্রিশাল প্রেস ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে অর্থসহায়তা তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ফেরদৌস, শিখরী ফাউন্ডেশন ও জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, সহ-সভাপতি আবু রাইহান, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম প্রমুখ।

নিহত সিএনজি চালক হাবিবুরের স্ত্রী তাসলিমা আক্তার জানান, 'ত্রিশাল উপজেলা প্রশাসন, সহায়তাকারী ও স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ। হঠাৎ আমার স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এখন প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় ভবিষ্যৎ এর আশা দেখতে পাচ্ছি।'

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বৃদ্ধ দাদী ও প্রতিবন্ধী মা-বোন সহ ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়ে মৃত হাবিবুরের কোমলমতি শিশু আবু রাইহান। তারা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত