আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় সিলেটে জনসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই লক্ষ্যে সিলেট নগরীতে নির্বাচনী প্রচরণায় বস্ত সময় পার করছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
আর কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এ উপলক্ষে সিলেট থেকে আনুষ্ঠানিক সুচনা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচরণা। বুধবার নগরীর বিভিন্ন সড়কে নৌকার পক্ষে ব্যানার ফেস্টুন দিয়ে ট্রাক সাজিয়ে গান বাজিয়ে নৌকার নির্বাচনী প্রচারণা করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, অর্থ বিষয়ক সম্পাদক আরেফিন হক আলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: উমর, সদস্য মামুন শেখ, সাংবাদিক সোহাগ খান। মোহাম্মদপুর থানা শাখার সাধারণ সম্পাদক জেসমিন শীলা, অভিনেত্রী মাহমুদা মুক্তি, মডেল মিষ্টি সুভাষ, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কামরুল উদ্দিন ইমন ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব শেখ শাহ আলম বলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিলেট থেকে নৌকা মার্কার প্রচারণা শুরু করেছে। ১০দিন ব্যাপি সারাদেশে এ নির্বাচনী প্রচরণা চলবে।