বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
দশমিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ PM
পটুয়াখালীর দশমিনায় সুমাইয়া (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু সুমাইয়া উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে ও উপজেলা সদরের ডক্টর ডলি আকবর মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। তারা দীর্ঘদিন সপরিবারে নানা বাড়িতে থাকতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়াকে বেশ কয়েকদিন ধরে বিমর্ষ দেখা যাচ্ছিলো,  বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সুমাইয়ার মা গোসল শেষে ঘরে এসে। উত্তর পাশের বারান্দার দরজার ভিতর থেকে আটকানো টের পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে সুমাইয়াকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত