বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপে রংপুর নারী দল চ্যাম্পিয়ন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৮ PM আপডেট: ২০.১২.২০২৩ ৭:৫১ PM
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গাইবান্ধা ০-১ গোলে হারিয়ে রংপুর নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) নীলফামারী জেলার ডোমার ফুটবল একাডেমির আয়োজনে ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক পৃষ্ঠপোষকতায় বিকাল ৩ টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল বনাম রংপুর নারী ফুটবল দল।

খেলা শুরু হতে বিরতি পর্যন্ত দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলেই কেউই প্রতিপক্ষের গোলবারের জালে বল দিতে পারেনি। ০-০ গোলে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরে রংপুর নারী দলের খেলোয়ার ১৫নং জার্সি পরিহিতা বৃষ্টি গাইবান্ধা দলের গোলবারে বল ঢুকিয়ে দেয়। রংপুর দলের খেলোয়ারদের প্রবল প্রতিরোধের মুখে গাইবান্ধা নারী দলের খেলোয়াররা কোন গোল করতে পারেনি। গাইবান্ধা নারী দল-০ ও রংপুর নারী দলের-১ গোলে খেলায় সময় পেরিয়ে যায়। খেলায় সহস্রাধিক দর্শকের উপচেপড়া ভীড়ে রংপুর নারী দল বিজয় ছিনিয়ে নিয়ে খেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাগণ খেলায় উপস্থিত থেকে খেলার পরিবেশ প্রাণবন্ত করে তোলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত