নীলফামারীর কিশোরগঞ্জে আতঙ্কগ্রস্থ এলাকাবাসীর হাতে প্রাণ গেল বনছুট চিতা বাঘের। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাগুড়া ইউনয়নের মাগুড়ার ধান ক্ষেত মাঠের গাছে প্রায় ৫ ফিট বিশিষ্ট একটি চিতা বাঘকে দেখতে পায় এলাকাবাসী।
সংবাদটি চারদিক ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ চারদিক দিয়ে ঘিরে ফেলে। প্রায় ২ ঘণ্টা পর গাছ থেকে চিতা বাঘটি প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কগ্রস্থদের হাতে থাকা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তার প্রাণনাশ করে। পরে গ্রামবাসী চিতা বাঘটিকে গাছে ঝুলিয়ে রাখে। গত বছরও কিশোরগঞ্জের পানিয়ালপুকুর গ্রামে বনছুট ১টি চিতা বাঘের প্রাণনাশ করা হয়।
চিতা বাঘটির প্রাণনাশ করার সময় ৪ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল (৮)। আহত ব্যক্তিদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় ক্যানেল ব্রিজসংলগ্ন গাছে একটি চিতা বাঘ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায়।
কিশোরগঞ্জ থানার ওসি বলেন, আমরা চিতা বাঘটিকে মৃত উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে দিয়েছি। বাঘটির পোস্ট মর্টেম করে বন বিভাগ তা সংরক্ষণ করবে বলে জানিয়েছে।
রংপুর বন বিভাগের জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তিথি সিংহ বলেন, এটি ভারতের কোনো বন থেকে পথ ভুলে আসা চিতা বাঘ বলে মনে হচ্ছে।