বরিশালের বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের পিতা আলহাজ্ব মোতাহার উদ্দিন ডাক্তার (১০৪)। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)।
বুধবার (২০ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া হাই স্কুলমাঠে প্রথম ও বাদ মাগরিব উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
জানাজায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মাহাবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এদিকে মরহুম আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুমা বানারীপাড়া হাইস্কুল মাঠে কুলখানির দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়ানুষ্ঠানে দলীয় নেতা-কর্মীসহ বানারীপাড়ার সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক অনুরোধ জানিয়েছেন।