সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফরহাদ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯:০৫ PM
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের চাটখিল প্রতিনিধি আবু তৈয়ব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের চাটখিল প্রতিনিধি ফারুক সিদ্দিকী ফরহাদ।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাতে চাটখিল সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মফিজ উল্যা।

ঘোষিত ৯ সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ সভাপতি হিসেবে দৈনিক বাংলাদেশের খবরের মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক  হিসেবে দৈনিক কালবেলার মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক চাটখিল বার্তার মাঈন উদ্দিন বাঁধন, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ বুলেটিনের মোহাম্মদ আমান উল্যাকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও নির্বাচিত তিনজন কার্যকরী সদস্য হচ্ছেন দৈনিক বাংলার জাগরণের মহিউদ্দিন বাবু, দৈনিক সকালের সময়ের জহিরুল ইসলাম পলাশ, দৈনিক দেশসেবার রুহুল আমিন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরার আবদুল মোতালেব, দৈনিক সমাচারের ইমাম হোসেন শাহীন, দৈনিক নয়া দিগন্তের আকতার হোসেন,  দৈনিক অনন্ত বাংলার জিএম শাকিল, দৈনিক ভোরের বাণীর কামরুল হাসানসহ চাটখিল সাংবাদিক ফোরামের অন্যন্য সদস্যবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত