সোনাগাজীতে সি এন জি চালিত অটোরিকশা থেকে ১শ পিস ইয়াবা সহ একটি সিএনজি গাড়ী জব্দ করেছে পুলিশ সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার ভৈরব চৌধুরী বাজার সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত্রীকালীন মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি চলাকালীন রাত ৩টায় চেকপোস্ট পরিচালনার সময় একটি সিএনজিকে টর্চ লাইটের আলোতে থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার গাড়ী থামিয়ে তাৎক্ষনিক দৌঁড়ে পালিয়ে যায়।
পরে তল্লাশী চালিয়ে ড্রাইভিং সিটের নিচে একটি নীল রংয়ের পলি ব্যাগের ভিতর রক্ষিত ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও সিএনজি গাড়ীটি জব্দ করা হয়। যার ওজন ১০গ্রাম, আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এই ঘটনায় সোনাগাজী মডেল থানায় পুলিশ বাদী একটি মামলা রুজু করে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।