ঝালকাঠি- ১ (রাজাপুর-কাঠালিয়া) সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর বীর উত্তমের সাথে স্থানীয় আওয়ামী লীগের সমঝোতা হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু তার বরিশাল শহরে বগুড়া রোডের নিজ বাসায় এক বৈঠকের মাধ্যমে এ সমঝোতা করা হয়। এ সময় ঝালকাঠি- ১ আসনের দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু জানায়, বুধবার রাতে আমির হোসেন আমুর আমন্ত্রণে দুই উপজেলার স্থানীয় নেতাকর্মীরা তার বাসায় এক বৈঠকে উপস্থিত হয়। বৈঠকে আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেয় সবাই শাহজাহান ওমরের পক্ষে নৌকার হয়ে তার সাথে থেকে কাজ করবেন। এমন সিদ্ধান্তের পরে ঐ বৈঠকে আমির হোমেন আমু শাহজাহান ওমরকে ডেকে পাঠায় এবং তার সাথে দুই উপজেলার নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন। সবাই নির্বাচনী মাঠে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নেয়। গত ৩০ নভেম্বর শাহজাহান ওমর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার পরে এটাই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অনুষ্ঠানিক প্রথম স্বাক্ষাত।
এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমাদুল হক মনির, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিমল চন্দ্র সমুদ্রার, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক মোঃ জিয়া হায়দার খান লিটন, দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।