পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। নৌকা প্রতীকে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ঈগল মার্কা নিয়ে মাঠে আছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। প্রতীক বরাদ্দের দিন থেকেই সমানতালে প্রচার-প্রচারণায় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্রতিদিন সকাল থেকেই নির্বাচনী নিজ এলাকা (দশমিনা- গলাচিপা) আসনের দশমিনা উপজেলার অনেক হাঠাৎ বাজারের বিভিন্ন স্থানে ঈগল মার্কায় ভোট চান লে.জে.(অব.) আবুল হোসে ও তার অনুপস্থিতে তার সমর্থকরা।
এ সময় দেখা যায় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জনগণের কাছে তুলে ধরছেন বর্তমান সরকারের বিগত বছরের উন্নয়নের চিত্র। তবে তারা মনে করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থীকে ব্যাপক ভোটে হারিয়ে জয় লাভের স্বপ্ন দেখছেন।
ঈগল মার্কার স্বতন্ত্র প্রভাবশালী প্রার্থী লে. জে. (অব.) আবুল হোসেন ভিন্ন এলাকায় পথসভায় এবং উঠান বৈঠক বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহনমূলক ও নিরপেক্ষ করে দেশ ও বিদেশে নির্বাচনকে গ্রহনযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এবার প্রধানমন্ত্রীই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। এছাড়া ও বিদেশে এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি। এই আসনে আমার জনপ্রিয়তা ব্যাপক আছে, দ্বাদশ নির্বাচনে জয়ী হয়ে আমি যেতে চাই সংসদে।