সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
প্রতিবন্ধীদের পাশে শীতবস্ত্র নিয়ে পুনাক চাঁদপুর
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৬ PM
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ লাইন ড্রিল শেডে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক সভানেত্রী মিসেস নুরজাহান ইসলাম।

শীতবস্ত্র বিতরণ পূর্বে পুনাক সভানেত্রী বক্তব্যে বলেন, পুনাক সবসময়ই চেষ্টা করে অসহায়দের পাশে দাঁড়াতে। আমরাও চেষ্টা করছি অসহায় মানুষদের সাহায্যে কিছু করার জন্যে। বর্তমানে শীত পরতে শুরু করেছে তাই আমাদের এই সামান্য প্রচেষ্টা। আশাকরি আমরা ভবিষ্যতে আরো শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়াতে পারবো।

এসময় পুনাক চাঁদপুর এর সহ-সভানেত্রী পূজা দাশ, সাধারণ সম্পাদিকা ইফফাত অড়া আহমেদ, সাংগঠনিক সম্পাদিকা তন্দ্রা দাস, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদিকা ঈশানা ইভা, সহ-সাধারণ সম্পাদিকা তৈমুন্নেছা, দপ্তর সম্পাদিকা শাহীনা সুলতানা, যোগাযোগ সম্পাদিকা সৌনিয়া কামাল, সাংস্কৃতিক সম্পাদিকা আফরুজুন নাহার, বিপণন সম্পাদিকা তাহমিনা আক্তার ও রোকসানা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পুনাক এর শিক্ষক শিপ্রা দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী হারুন অর রশিদ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত