সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চাটখিলে কংগ্রেস প্রার্থীর “ডাব মার্কার” মতবিনিময় সভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৭ PM
নোয়াখালী চাটখিলে বাংলাদেশ কংগ্রেস ডাব মার্কার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে  নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের প্রার্থী সম্মিলিত মহাজোটের মহাসচিব আবু নাছের ওয়াহেদ ফারুক এর নিজ বাড়িতে মতবিনিময় সভা হয়।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি জানান, দেশের রাজনীতি নতুন ধারায় বহমান, মানুষ নতুন কিছু দেখতে চায়। বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। আমি মহা সচিব হওয়ায় ১২১ টি আসনের দায়িত্ব থাকায় আপনাদের মাঝে আসতে দেরী হয়েছে।

তিনি আরও জানান, চিন্তার কোন কারণ নেই বর্তমানে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন নেবে বলে আমি মনে বিশ^াস করি। সরকার নিরপেক্ষ নির্বাচন বিশ^বাসিকে দেখাতে প্রস্তুত। বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বাংলাদেশে এসেছেন তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন সুতরাং কোন ভাবেই ভোটাধিকার নষ্ট হওয়ার সুযোগ নেই। তাই দল মত নির্বিশেষে বাংলাদেশ কংগ্রেস “ডাব মার্কায়” আমি একজন প্রার্থী আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন ভোট দেওয়ার বিষয়ে এবার কোন বাধা সৃষ্টি হবে না।

তবে আর্থিক লেনদেন এর মাধ্যমে নিজের মূল্যবান ভোটকে নষ্ট না করার আহবানও জানান তিনি। এ ক্ষেত্রে সঠিক দ্বীনদার, ফরহেজগার ব্যাক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ জানান তিনি।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত