সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:০৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। এ বিদ্যুৎ উপকেন্দ্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

উদ্বোধনের পূর্বে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য। এসময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত