মানিকগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় জেলার পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সচেতনতামূলক প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট্রি এ.কে.এম ছামিউল আলম কুরসির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) মো. তারিফ-উল-হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।
অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারি কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল, জেলা বিআরটিসির সহকারী পরিচালক মাহবুল কামাল ও মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ.বি. খান বাবু ।
প্রশিক্ষণের মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল।